বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ১০ কেজি গাঁজা উদ্ধার

By Meherpur News

March 24, 2025

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ সেনাবাহিনী ও মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড রেজিমেন্ট আটলারির ক্যাপ্টেন রওশন এবং মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে মেহেরপুর কলেজ মোড় এলাকায় অভিযান চালান। অভিযান চলাকালে মেহেরপুর চট্টগ্রামগামী একটি গাড়ি নিচ থেকে দুটি ব্যাগ বোঝাই ১০ কেজি গাঁজা উদ্ধার করেন।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। এ ঘটনা মেহেরপুর সদর থানায় জিডি করার প্রস্তুতি চলছিল।