মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সহযোগিতায় মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ এরশাদ আলী ও আবুল কালাম আজাদ নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক ব্যবসায়ীর কামড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী রাজু আহত হয়েছে।
শুক্রবার সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলা তেরাইল-ভরার সড়কে এই অভিযান চালানো হয়। জানাগেছে গোপন সূত্রের খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের তেরাইল ভরাট সড়কে অবস্থান গ্রহণ করে।
এসময় একটি সিএনজিতে মাদক পাচারকারীরা ওই সড়কে অতিক্রম করার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। মাদক ব্যবসায়ীরা নিজেদের বাঁচাতে ফেন্সিডিল নিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপ দেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের সিপাহী রাজু তাদের পিছু নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে তাদের জাপটে ধরে। এ সময় মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ সিপাহী রাজুর হাতে কামড় দিয়ে পালাবার চেষ্টা করে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দুই ব্যবসায়ীকে আটক করেন। তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং সি এন জি জব্দ করে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এরশাদ ও আবুল কালাম আজাদকে আটক করে মেহেরপুর নিয়ে আসে।
আটক এরশাদ আলী শহড়াতলা গ্রামের নওয়াব আলীর ছেলে এবং আবুল কালাম আজাদ ওলিনগর গ্রামের সুলতান মাহামুদের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।