বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হ্যালো বাজার শাখার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 31, 2024

মেহেরপুর নিউজঃ

হ্যালো বাজার মেহেরপুর শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কেটে হ্যালো বাজার মেহেরপুর শাখার উদ্বোধন করা হয়।

মেহেরপুর সদর শাখার ডিরেক্টর শামিমা সাথীর কেক কেটে হ্যালো বাজার মেহেরপুর শাখার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে হ্যালো বাজারের চেয়ারম্যান বিপুল জাহিদ, প্রধান শিক্ষক ফৌজিয়া আফরোজ তুলি,হ্যালো বাজারের ম্যানেজিং ডিরেক্টর সুমন বিশ্বাসের সহধর্মিনী রুসি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।