নির্বাচন

মেহেরপুরে হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

June 12, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী মাহফুজুর রহমান রিটন কে বিজয়ী করার লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শ্রী শ্বাশত নিপ্পনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক বাবু সুব্রত পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম পেরেশান প্রমূখ।