অন্যান্য

মেহেরপুরে হিজড়াদের অধিকার নিয়ে ওরিয়েন্টেশন

By মেহেরপুর নিউজ

April 21, 2015

মেহেরপুর নিউজ,২১ এপ্রিল: লোকনাট্য ও সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্র( লোসাউক)’র এর উদ্যোগে মেহেরপুরে হিজড়াদের অধিকার নিয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্বে করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এনজিও কর্মী মোরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেণ লোসাউকের চেয়ারপার্সন ড. নাজুমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান মালিক। বক্তব্য রাখেন অ্যাড. হাসান উল্লাহ, হকার্স ফেডারেশন সমাজ কল্যান সমিতির সভাপতি মামলত হোসেন,নুপুর হিজড়া , সুমি হিজড়া প্রমুখ । অনুষ্ঠানে বক্তারা হিজড়াদের অবহেলার চোখে না দেখাv আহবান জানান। বক্তারা আরো বলেন, সমাজের একটি অংশ হিসেবে তাদের বিভিন্ন কাজ কর্মে সুযোগ দেয়া উচিত। এর আগে সকালে মেহেরপুর প্রেসক্লাব থেকে একটি র‌্যালী বের করা হয়।