অন্যান্য

মেহেরপুরে হিজড়াদের অধিকার আদায়ের লক্ষে সাংবাদিক সম্মেলন

By মেহেরপুর নিউজ

April 20, 2015

মেহেরপুর নিউজ,২০ এপ্রিল: মেহেরপুরে “হোক এবার অধিকার বঞ্চিত হিজড়া সম্প্রদায়ের ঘরে ফেরানোর আন্দোলন” শির্ষক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে হিজড়াদের অধিকার আন্দোলনের সংগঠন লোসাউককের উদ্যোগে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের চেয়ারপার্সন ড. নাজুমুল আহসান। প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলোর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাক ইয়াদুল মোমিন, এনজিও কর্মকর্তা পারভিন অঅক্তার, মোরাদ আলী প্রমুখ। সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। লিখিত বক্তব্য ড. নাজমুল আহসান জানান, মেহেরপুর জেলায় ৬২জন সহ খুলনা বিভাগে ৬২৭ জন হিজড়া রয়েছে। বাংলাদেশের একজন নাহগরিক হিসেবে সংবিধানের ১৯(১) অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত তরতে রাষ্ট্র সচেষ্ট হইবেন। সে মোতাবেক হিজড়াও সকল নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাথেন।