মেহেরপুর নিউজ,২৪ মে: “হাসপাতাল কে বাঁচাতে এসো মিলে এক হয়” এই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে হাসপাতালে ২৫০ শ্যযার ভবন নির্মান, শুন্যপদে চিকিৎসক নিয়োগ, জরুরী ঔষধ সরবরাহ’র দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হাসপাতাল বাাঁচাও আন্দোলন ফোরাম। রোববার জেনারেল হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ফোরেমের অন্যতম সংগঠক ও মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন মেহেরপুরের প্রবীণ সংগঠক নাসির উদ্দিন মিরু, সাংবাদিক রফিক উল আলম, ফোরামের সদস্য আলিম, আলতাফ মাহামুদ, ওয়াপদা মোড় ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু জাফর প্রমুখ। মানববন্ধনে বক্তরা হাসপাতালের সমস্ত সমস্যা সমাধান ও সকল শূন্যপদে জনবল নিয়োগের দাবী জানান।