বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণ

By Meherpur News

April 17, 2025

মেহেরপুর নিউজ:

আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে হার পাওয়ার প্রকল্প মহিলা কল সেন্টার এজেন্ট ব্যাচের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন। মেহেরপুর সদর উপজেলা সহকারী প্রোগ্রামার সুব্রত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী জান্নাতুল ফেরদৌস,সোনিয়া আক্তার। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। ৬ মাসের প্রশিক্ষণে মোট ২৫ জন অংশগ্রহণ করে।