মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রামই ইনভেস্টিগেশন সেলের সক্রিয় তত্ত্বাবধায়নে দেশের বিভিন্ন স্থান থেকে ৫৭ টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে খোয়ানো ৪ টি বিকাশের ২৮ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুফুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওশা হয়।পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত থেকে হারিয়ে যাওয়া মোবাইল এবং ভুলে অন্য বিকাশে যাওয়া টাকা তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেন।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রামই ইনভেস্টিগেশন সেলের সক্রিয় তত্ত্বাবধায়নে সদর থানার ৩৫ টি, গাংনী থানার ১৯ টি এবং মুজিবনগর থানার ২ টি মোবাইল ও চারটি বিকাশ নাম্বারে প্রতারিত হওয়া ২৮ হাজার টাকা ফেরত দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম, গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম, এস আই অর্জুন সাহা সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বলেন, যাদের মোবাইল হারিয়েছে তারা শুধুমাত্র একটি জিডি করলেই আমরা তাদের মোবাইলটি উদ্ধার করে দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা হওয়া টাকাও উদ্ধার করেছি বেশ কিছু।
তিনি আরো বলেন, গত মাসে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৫৭ টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও গত তিন মাসে ১৭০ টিরও বেশি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি।