মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জানুয়ারী:
মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০১৪ পাল উপলক্ষে জেলা প্রেস ব্রিফিং সভা চলছে। ১ লক্ষ ৯৫ হাজার ৬৮২ শিশুকে হামরুবেলা এবং ০ থেকে ৫৯ মাস বয়সী ৬৪ হাজার২’শ১৬ জন শিশুকে পোলিও টিকা দেয়ার লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং শুর হয়। সিভিল সার্জন ডা. আবদুস শহীদের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, মেহেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক উল আলম,সিভিল সার্জন অফিসের ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে সিভিল সার্জন তার বক্তব্য বলেন, ০ থেকে ৫৯ মাস বয়সী ৬৪ হাজার২’শ১৬ জন শিশুকে পোলিও এবং ৯মাস থেকে ১৫ বছর বয়সী ১লক্ষ ৯৫ হাজার ৬’শ৮২জন শিশূকে হামরুবেলা টিকা দেয়ার লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। তিনি আরো বলেন, হাম-রুবেলা টিকা সম্পূর্ন নিরাপদ। তবে কোনো কারনে কিছু সমস্য সৃষ্টি হলে তার জন্য তাৎক্ষনিক মেডিকেল বোর্ড গঠন করে ব্যবস্থা গ্রহন করা হবে।