মেহেরপুর নিউজ:
জমি সংক্রান্ত বিরোধের জেরে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে মইনুদ্দিন নামের এক জনকে হাতুড়িপেটা করে মারাত্মক আহত করার ঘটনায় মেহেরপুর সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার শুভরাজপুর গ্রামের হায়দার আলীর স্ত্রী আলিয়া খাতুন এ অভিযোগ দাখিল করেন। জমি সংক্রান্ত বিরোধীদের ধরে গত ১৩ এপ্রিল আলিয়া খাতুন এর ছেলে মইনুদ্দিনকে হাতুড়িপেটা করে। এতে সে মারাত্মক আহত হয়।
তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার ঢাকায় রেফার করেন।শুভরাজপুর গ্রামের মোনাজাতের ছেলে আরশেদ, দিদার হোসেনের ছেলে মমতাজ আলী, আমজাদ হোসেন, আমজাদ হোসেন ছেলে তামিম, কুদ্দুস আলী ছেলে মানিকের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করেন।