মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর: ছবিটি দেখে মনে হতে পারে একটি ফুলের তোড়া। কাউকে উপহার হিসেবে দেয়ার জন্য তোড়াটি বানিয়ে রাখা হয়েছে। আসলে তা নয়। এটি একগুচ্ছ ফুল।
তবে ফুলের তোড়া নয়। একই বোটায় ফোটা অজস্র ফুল। দেখতে গোলাপের মত বাহারী হওয়ায় ফুলটির নাম হাজারি গোলাপ। মেহেরপুর শহরের মন্ডলপাড়ার মরহুম শফিকুর রহমান বাদশা’র বাড়িতে লাগানো হয়েছে ওই হাজারি গোলাপের গাছ। প্রায় ২ বছর আগে ভারত থেকে সংগ্রহ করা হয়েছিল একটি চারা। তা থেকেই হয়েছে অনেক গাছ।
প্রতিটি গাছেই থরে থরে সাজানো রয়েছে হাজারি গোলাপ। প্রথম দেখাতে যে কেউ মনে করতে পারে ফুলের তোড়া সাজানো রয়েছে। কিন্তু কাছে গেলেই তার ভুল ভাঙবে।