মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা মডেল মসজিদ মিলনাতনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনিরের সভাপতিত্বে হজ যাত্রী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.এ কে এম আবু সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ আব্দুল হামিদ প্রমুখ।প্রশিক্ষণ কর্মশালায় মেহেরপুর জেলার মোট ১৫২ জন হজ যাত্রী উপস্থিত ছিলেন।