মেহেরপুর নিউজ, ১১ অক্টোবর: সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক পরিপন্থী ধারা বাতিল করার লক্ষে মানববন্ধন মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। এসময় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রমেজ উদ্দিন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, লাইন সম্পাদক সেরেগুল ইসলাম, গাংনী শাখা ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন , সাধারণ সম্পাদক আশা, বামুন্দী শাখার সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, মুজিবনগর শাখার সভাপতি রুহুল আমিন , সাধারণ সম্পাদক বাবুসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল সদস্যরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তরা বলেন, ৫ লক্ষ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থ দন্ডের বিধান যুক্ত করতে হবে। সড়ক দুর্ঘটনায় জটিল মামলায় তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অর্ন্তভূক্ত করতে হবে। ৮ টি দাবি নিয়ে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।