জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা

By মেহেরপুর নিউজ

June 28, 2018

মেহেরপুর নিউজ, ২৮ জুন: মেহেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে পেশাজীবী গাড়ি চালকদের ‍সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা ২০১৮ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহ্জ্ব গোলাম রসুল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বক্তব্যে রাখেন সহকারী পুলিশ সুপার লিয়াকত আলী, সহকারী কমিশনার রাকিবুল হাসান, ইন্সপেক্টর এস এম সবুর, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক ও ট্যাংকলরি সমিতির সভাপতি কদর আলী প্রমূখ। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়।