মেহেরপুর নিউজ ,০৬ ফেব্রুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে মোটরসাইকেলের ধাক্কায় ধাক্কায় সুলতান নামের এক বৃদ্ধ মারা গেছে। নিহত সুলতান একই উপজেলার সিন্দুরকোটা গ্রামের মৃত হোসেন মালিথার ছেলে।
শুক্রবার বিকালে বামন্দি বাজার থেকে পায়ে হেঁটে সিন্দুরকোটা নিজ বাড়িতে যাওয়ার সময় দ্রতগামীর একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে সন্ধ্যার দিকে সে মারা যায়।
অপরদিকে,একই দিন সন্ধ্যার দিকে বামন্দি পেট্রল পাম্পের সামনের সড়কে যাত্রীবাহী আলগামনকে দ্রুতগামীর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৫২৯২)ধাক্কা দেয়। আলগামনটি উল্টে চালকসহ ৩ জন আহত হয়। আহতরা হলেন নছিমন চালক জামিরুল ইসলাম,আকুবপুর গ্রামের সিপু খাতুন ও হোগলবাড়িয়া গ্রামের লিপি খাতুন।
গাংনী থানার নবাগত ওসি আকরাম হোসেন জানান,পালিয়ে যাওয়ার সময় ট্রাকের চালক নাটোর জেলার লালপুর উপজেলার চামুটিয়া গ্রামের শহিদুল ইসলাম ও হেলপার বড়াইগ্রাম উপজেলার আনোয়ার হোসেনকে গাংনী বাজার থেকে আটক করে গাংনী থানা পুলিশ। জব্দ করা হয় ট্রাকটি।