বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ৪ যুবলীগ কর্মী নিহত, আহত ১০

By মেহেরপুর নিউজ

March 17, 2016

মেহেরপুর নিউজ,১৭ মার্চ: মেহেরপুরের মুজিবনগর সড়কের চকশ্যামনগরে বৃহস্পতিবার সন্ধ্যার পর সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর তিনজন নিহত হয়েছে। নিহত তিনজন ও আহতরা সকলেই  যুবলীগ কর্মি। মারাত্মক আহত ১০ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান থেকে আগত মেহেরপুর জেলা শহরে আনন্দ মিছিল শেষে স্যালা ইঞ্জিন চালিত নসিমনযোগে বাড়ি ফিরছিল। মুজিবনগর সড়কে চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে পৌছালে বিপরীতমুখী পাবনার একটি পিকনিক বাসের (কৌশিক পরিবহন) সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নসিমন গাড়িতে থাকা যাত্রিদের মধ্যে বাগোয়ান গ্রামের  নসিমন চালক কটাশেখের ছেলে টুকু ঘটনাস্থলেই মারা যায়। মিলু খার ছেলে  তুফান খা, ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম ও  হাবেল উদ্দীনের ছেলে আনিস হোসেন হাসপাতালে নেয়ার পর মারা যায়। মারাত্মক আহত ১০ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে গুরুতর আহত  রাশেদুল ইসলাম, মেসের আলী, মনিরুল ইসলাম ও হাসিবুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন বাসটি পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও গ্রামবাসী আহতদের উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে নেয়। দমকল বাহিণী গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। এছাড়া পিকনিক বাসের যাত্রিরা ঘটনার পরপরই অনাকাংক্ষিত ঘটনার আশংকায় পালিয়ে যায়।

মেহেরপুর সদর থানার ওসি ইকবল বাহার চৌধুরী বলেন, মেহেরপুর মুজিবনগর সড়কে বাস-নসিমনের মুখোমুখি সংর্ঘষে ৫জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অলোক কুমার বলেন, সড়ক দূর্ঘটনায় এ পযর্ন্ত ৫জন মারা গেছে। আহত বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান বলেন, নিহত সকলেই যুবলীগ কর্মী।