অন্যান্য

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার আরোহী মা ও মেয়ে আহত

By মেহেরপুর নিউজ

July 24, 2015

মেহেরপুর নিউজ, ২৪ জুলাই: মেহেরপুর চুয়াডঙ্গা সড়কে কোলার মোড়ে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা ও মেয়ে আহত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপালপুর গ্রামের ইমন আলী নামের এক ব্যাক্তি তার পরিবারের সদস্যদের নিয়ে (চট্র মেট্রো খ-১১-১৭৪৩) মুজিবনগরের উদ্যোশে রওয়ানা হয়। গাড়িটির সদর উপজেলার কোলার মোড়ে পৌছালে বিপরীতগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের যাত্রী ইমনের স্ত্রী সেলিনা খাতুন ও তার কণ্যা প্রান্ত আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও তাহের ক্লিনিকে ভর্তি করা হয়। দূর্ঘটনায় প্রাইভেটকারটি ব্যাপক ক্ষতি হয়।