অন্যান্য

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত ২

By মেহেরপুর নিউজ

May 10, 2015

মেহেরপুর নিউজ,১০ মে: মেহেরপুর শহরের উপকন্ঠে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহতরা হলো: মেহেরপুর নিটল টাটার ম্যানেজার নাজিম উদ্দিন ও সদর উপজেলার চাঁদবিল গ্রামের বৃদ্ধ মাতম আলী। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, রোববার দুপুরের দিকে নাজিম উদ্দিন মোটর সাইকেল যোগে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে আসার সময় একই দিক থেকে মাতম সাইকেল যোগে মেহেরপুরে আসছিলো। ওই সময় মাতম আলী হঠাৎ করে সাইকেল নিয়ে ঘুরতে গেলে পিছন থেকে আসা নাজিম উদ্দিন সাইকেলকে ধাক্কা মারে। এতে দুজনই ছিটকে পরে। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।