মেহেরপুর সদর উপজেলার যাদবপুরে ট্রলি নিচে চাপা পড়ে খেজমত আলী নামের এক ব্যাক্তি আহত হয়েছে। আগত খেজমত আলী উপজেলার শালিকা গ্রামের মধু শেখের ছেলে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খেজমত আলী সাইকেল যোগে শালিকা থেকে মেহেরপুরে আসছিলেন। যাদবপুরে পৌছালে অপরদিক তেকে আসা একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে খেজমত আলীকে ধাক্কা দেয়্ এতে খেজমত আলী ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রলিটি তার শরীরে উপর দিয়ে চলে যায়। এতে সে মারাত্মক আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।