মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর: মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় তোয়াজ আলী (৪০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহতের পিতার নাম কিয়ামদ্দীন। বাড়ি সদর উপজেলার আমঝুপি গ্রামে। এ সময় তার স্ত্রী আশুরা খাতুন ও মেয়ে সুরাইয়া আহত হয়েছে। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর শহরের ঢাকা টোব্যাকোর সামনে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তোয়াজ আলী বাড়ি থেকে ভ্যানে করে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল রোগী দেখতে। এ সময় দ্রুত গতির একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪০৩৮১) পিছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে তিন জনই গুরুতর যখম হয়। উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোয়াজ আলীকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাস্তার পাশে পড়ে থাকা ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়।