নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা শাখা ও এলজিইডির যৌথ উদ্যোগে সড়ক দূর্ঘটনারোধে সচেতনতায় র্যালী , আলোচনা সভা ও চালকদের প্রশিক্ষনরে মধ্যে দিয়ে দিন ব্যাপী নিরাপদ সড়ক চাইয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। রোববার সকালে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। তীব্র গরম উপেক্ষা করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ র্যালীতে অংশ নেন। এদিকে ইলিয়াস কাঞ্চনকে এক নজর
দেখার জন্য মেহেরপুরের প্রধানসড়কের দুপার্শ্বে শতশত নারী পুরুষ সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকেন। এসময় ইলিয়াস কাঞ্চন কখনো শ্লোগানের নেতৃত্ব দেন আবার কখনও দর্শনার্থীদের উদ্যোশে হাতনেড়ে অভিবাদন জানান। র্যালী চলাকালীন সময় শহরের প্রধান সড়কটি কার্যত জ্যামে পরিণত হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক শফিকুল ইসলাম জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, নিরাপদ সড়ক চাই মেহেরপুর জেলা কমিটির সভাপতি ডা. এম এ বাশার, সাধারণ সম্পাদক তুহিন আরণ্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শফিকুল ইসলামের
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল। অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাথেন মেহেরপুর জেলা কমিটির সভাপতি ডা. এম এ বাশার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা। আলোচনা শেষে ২য় পর্বে নিবন্ধনকৃত গাড়ি চালকদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেষে বিকালে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।