মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট:
মেহেরপুরে হিন্দুধর্মালম্বীদের ধর্মগুরু স্বামী নিগামানন্দের ১৩৪ জম জন্ম দিন পালন করেছে দেশ বিদেশে থেকে আসা তার ভক্তরা ।
এবছর দেশের বিভিন্ন প্রান্তর ও ভারত থেকে আসা গুরুর জন্ম দিন পালনের জন্য আসা ভক্ত ও শিষ্যরা দেশ ও জনগণের মঙ্গল কামনায় প্রার্থনা করেছে।
আজ বুধবার মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর নিগামানন্দের আশ্রমে শান্তি ও মঙ্গল কামনার মধ্যে দিয়ে দিনভর জন্মদিন পালন করেন ভক্তরা। আজ থেকে ১৩৪ বছর আগে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ স্বামী নিগামানন্দ।
১৯৭২ সাল থেকে প্রতি বাংলা সন হিসেবে ৬ ভাদ্র দেশ-বিদেশ থেকে ভক্তরা আশ্রমে এসে তার জন্মদিন পালন করেন।