মেহেরপুর নিউজ, ২৪ ডিসেম্বর: মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যেগে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম শামিম আলী ও শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিফার আলী স্বরণে স্বরণ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অকিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবু আলম, উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মামুল ইসলাম, আশরাফুজ্জামান, আব্দুল আওয়াল, আলিফ হোসেন প্রমুখ। পরে প্রয়াত দু’শিক্ষকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।