অন্যান্য

মেহেরপুরে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

March 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সমোমলন কক্ষে জেলা প্রশাসক মাহামুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান, (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রৌকশলী আহসান উল্লাহ, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্বভ ভট্টাচার্য, আওয়ামীলীগ নেতা আশকার আলী, জেলা ডিএফএ’র সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠানিক কমান্ডার আমিরুল ইসলাম প্রমুখ।