মেহেরপুর নিউজ, ২৫ মার্চ: মেহেরপুর সাহিত্য পরিষদের উদ্যেগে মহান স্বাধীনতা ও জাতয়ি দিবস উপলক্ষে ঠিকানার মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার রাতে সাহিত্য পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক পত্মী ও মেহেরপুর মহিলা ক্লাবের সভানেত্রী অ্যাড. লতিফা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন। সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক নুরুল আহমেদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পত্মী শিউলি পারভিন মনি, সহকারী কমিশনার শুভ্রা দাস, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লাভলী ইয়াসমিন। বক্তব্যরাখেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদ নুর আলম।