আইন-আদালত

মেহেরপুরে স্বর্ণচেরাচালন পাচার মামলায় ১ জনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

July 10, 2024

মেহেরপুর নিউজ:

স্বর্ণচেরাচালন পাচার মামলায় নামাজ আলী নামের এক জনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোঃ মনজুরুল ইমাম এর রায় ঘোষণা করেন। সাজাপাত্র নামাজ মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।

মামলার বিবরনে জানা গেছ ২০১৯ সালের ১১ আগস্ট নায়েব সুবেদার আবুল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর এলাকায় টহল থাকাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুভরাজপুর সীমান্তের ১৩২ নম্বর মেইন পিলারের কাছে ওৎ পেতে থাকেন। এ সময় শুভরাজপুর গ্রামের নামাজ আলীকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন।

বিজিবি সদস্যদের দেকে নামাজ আলী পালাবার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। ওই সময় শাহজাহান আলী নামের অপর এক ব্যক্তি পালিয়ে যাই।  নামাজ আলীর পিঠে গামছা দিয়ে বেঁধে রাখা ৩৪ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ৮টি (৮শ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করেন। ওই সমস্ত স্বর্ণের বার ভারতের পাচারের উদ্দেশ্যে তিনি নিয়ে যাচ্ছিলেন বলে নামাজ আলী জানান।

ঘটনার নামাজ আলীর বিরুদ্ধে স্পেশাল পাওয়ার এক্ট ১৯৭৪ এর ২৫ বি(১)(এ) ধারায় একটি মামলা দায়ের করেন। যার জি আর নং ২৫৬/১৯। এস টি সি নং ৭/২০। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি নামাজ দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড। ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মিয়াজান আলী কৌশলী ছিলেন।