বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 05, 2025

মেহেরপুর নিউজ:

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সহযোগিতায় তারুণ্যের উৎসব উপলক্ষে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি সিনিয়র সচিব সুরমান আলী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার মাশরাফি বিন মোবারক, সিনিয়র সাইন্টিফিক অফিসার ড.মৌসোন ইসলাম।

বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজু মনোয়ার, টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। পরে সেখানে দুই দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।