মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ:
“বাণিজ্যিক জেলা গড়ার লক্ষে” মেহেরপুরে স্থল বন্দর চাই এই দাবীতে আন্দোলনে নেমেছে মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন।
সংগঠনের মুখপাত্র সাপ্তাহিক “ঢাকা থেকে”-এর সম্পাদক ও প্রকাশক এম,এ,এস ইমন মেহেরপুর নিউজকে স্থলবন্দরের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন,স্থল বন্দর হলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃস্টি হবে। যার ফলে জেলার যুবকরা মাদকের ভয়াল ছোবল থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে। ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃস্টিসহ জেলার অবকাঠামোগত উন্নয়ন হবে। জেলার শ্রমিকদের কর্মক্ষেত্রের প্রসারতাসহ সড়ক ও রেলপথে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সর্বপরি আধুনিক ও বাণিজ্যিক জেলার গোড়াপত্তন হবে।
তিনি বলেন,আমরা দাবী আদায়ের লক্ষে জনসচেতনতা সৃষ্টিতে প্রাথমিক পর্যায়ে জেলা শহরে পোস্টারিং করেছি। পরবর্তীতে জেলার সকল শ্রেণীপেশার মানুষকে নিয়ে মানববন্ধন করা হবে।
মুখপাত্র এম,এ,এস ইমন বলেন,যতদিন মেহেরপুরে স্থলবন্দর না হবে ততদিন আন্দোলন চলবে। তার সাফ কথা,আমাদের স্বার্থেই মেহেরপুরে স্থলবন্দর চাই,চাই।