মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মার্চ: আগামীকাল ২৯ মার্চ শনিবার বিকাল ৪ টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে সমগ্র মেহেরপুর শহরে জুড়ে। এ মানববন্ধনে অংশগ্রহন করার জন্য মেহেরপুর নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাকে উদাত্ত আহবান জানাচ্ছি। এ ধরনের শান্তিপূর্ন আন্দোলন ই পারে আমাদের মেহেরপুরকে উন্নয়নের একটি স্থানে নিয়ে যেতে। মেহেরপুর আমার , আমাদের সকলের। মেহেরপুরের উন্নয়ন, আমাদের সকলের উন্নয়ন।তাই আসুন, আমরা ব্যাবসায়ী, সাংবাদিক, চাকরীজীবি, শিক্ষক,ছাত্র-ছাত্রী, দিনমজুর, কৃষক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সংগঠক যে যাই হই না কেন যার যার অবস্থান থেকে আসুন সকলে মিলে একটি সফল শান্তিপুর্ন মানববন্ধন সম্পন্ন করি। দুই হাত মেলে দাড়িয়ে পড়ি বিকাল ৪টা থেকে ৫ টা পর্যন্ত। জীবনে অনেক সময় আমরা বিভিন্নভাবে নষ্ট করেছি,নষ্ট করেছি অনেক সময় কোনো কাজ না পেয়ে। তাই আসুন ১টি ঘন্টা আমরা নষ্ট করি মেহেরপুরের উন্নয়নের জন্য। আপনার নষ্ট করা এই একটি ঘন্টা একটি ইতিহাস গড়তে পারবে বলে আমাদের বিশ্বাস। আসুন এবার আমরা জানি কিসের মানববন্ধন? মেহেরপুরে স্থলবন্দর চাই এই দাবিতেই মূলত এই মানববন্ধন। মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন অন্দোলন ফোরামে নামের একটি সংগঠন করতে যাচ্ছে এই শান্তিপুর্ন মানব বন্ধন। মেহেরপুর স্থল বন্দর হলে পুরো জেলাটিই পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হবে শিক্ষাই, ব্যাবসায়, চিকিৎসায়, কৃষিতে,কর্মসংস্থান সহ সকল ক্ষেত্রে। তাই আসুন মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে আমাদের মূল্যবান সময় থেকে ১টি ঘন্টা সময় বের করে শনিবার বিকাল ৪টার মান্ববন্ধনে অংশ গ্রহন করি, মানববন্ধনকে সফল করে তুলি।