মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের তাহের ক্লিনিকের সামনে সোহানা বস্ত্র বিতানে দুঃসাহসিক ডাকাতি। মাত্র ২০ মিনিটের মধ্যে ১০ লক্ষ টাকার সিট কাপড় নিয়ে পালিয়ে গেছে ডাকাত দল।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে ৪-৫ জনের একদল ডাকাত শহরের তাহের ক্লিনিকের সামনে অবস্হিত সোহানা বস্ত্র বিতানে সামনে একটি বড় ট্রাক দাঁড় করিয়ে রাখে। এ সময় সেখানকার নৈশ প্রহরী গগনকে আটক করে হাত-পা এবং মুখ বেঁধে র পাশে ফেলে রেখে দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।
এ সময় দোকানের প্রায় ১০ লক্ষ টাকার সিট কাপড় নিয়ে দ্রুত কুষ্টিয়ার দিকে চলে যাই। ডাকাতি করার সময় ডাকাত দলের সদস্যরা দোকানের সিসি ক্যামেরা গুলো ভেঙে ফেলে।
খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমসহ পুলিশের একটি দল ঘটন স্থল পরিদর্শন করেন। দোকান মালিক স্বপন ইসলাম জানান, রাতে দোকান বন্ধ করে আমরা বাড়ি চলে যাই। সকালে খবর পেয়ে দোকানে এসে দেখি দোকানের সমস্ত সিট কাপড় নিয়ে চলে গেছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে স্বপন জানান।