সন্ত্রাস, খুন , ইভটিজিং সহ নানা ধরনের সমস্যা থেকে নিজেকে পুলিশের সহযোগীতায় নিরাপত্তা পেতে সেলফ প্রটেক্ট এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার এ্যাপস তিন গুটি নামের দুটি ভিন্ন এ্যাপস তৈরি করেছে একদল ছাত্র।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলাতে মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি(পলিটেকনিক কলেজ) ৭ম পর্বের ছাত্র আব্দুল আলিমের নেতৃত্বে একদল ছাত্র এ দুটি এ্যাপস উন্মোচণ করে। মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কম্পিউটার ট্রেডের প্রকৌশলী নুরুন্নাহার তাদের সহযোগীতা করেন।
এ্যাপসের উদ্যোক্তা আব্দুল আলিম বলেন, তিনি গুটি এ্যাপসটি যে কোনো সময় মোবাইলে পাওয়া যাবে । তবে নিরাপত্তার জন্য তৈরি এ্যাপস সেলফ প্রটেক্ট টি সরকারের নির্দেশ মোতাবেক মোবাইলে দেয়া হবে।
এ্যাপস দুটি উন্মোচণের সময় মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ ফজলুল হক মন্টু, সিনিয়র প্রভাষক এম এ বাশার, প্রশিক্ষক ফারুক হোসেন, প্রকৌশলী নুরুন্নাহার,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক ইয়াদুল মোমিন, যমুনা টিভির মেহেরপুর প্রতিনিধি রামিজ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।