মেহেরপুর নিউজ ,০৩ ফেব্রুয়ারী:
মেহেরপুর শহরের গড়পাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য খন্দকার কামরুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকালে সামরিক কায়দায় মরহুমের লাশ দাফন করা হয়। ১৯ বেঙ্গল রেজিমেন্ট যশোর সেনানিবাসের সার্জেন্ট ইনকুল ইসলাম সেনাবাহিনীর পক্ষে সালাম গ্রহন করেন। পরে শেখপাড়া ঈদগাহমাঠে জানাযা শেষে শেখ পাড়া পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোর্তজা আলী, সার্জেন্ট আকবর আলী, কুতুবউদ্দিন , নাজিম উদ্দিনসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশ নেয়। খন্দকার কামরুজ্জামান যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যুবরন করেন।