এক ঝলক

মেহেরপুরে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ প্রচারণা

By মেহেরপুর নিউজ

March 28, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সহ মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে গণ সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন।

শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে বড় বাজার পর্যন্ত থেকে প্রচারণা চালানো হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, বগুড়ার ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দীনের, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন সহ সেনাবাহিনী,পুলিশ ও ডিবির সদস্যরা প্রচারনা কাজে অংশগ্রহণ করেন।

এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে সকলকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এবং সেই সাথে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ আহবান জানিয়েছেন।