মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক পর্যায়ে কিশোর কিশোরীদের বাল্যবিবাহ, জেন্ডার বেইজড ভায়োলেন্স এবং সেক্সুয়াল রিপোডাক্টিভ হেলথ এন্ড রাইটস বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক নাসিমা খাতুন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মীর দানিয়েল।