বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সুইপার কলোনী স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

May 25, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের পশুহাট এলাকায় পরিচ্ছন্ন কর্মীদের (সুইপার কলোনী) জন্য আবাসন ভবনের স্থান পরিবর্তনের দাবিতে এলাকাবাসীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার সকালের দিকে মেহেরপুর পৌর এলাকার গোহাট প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন মেহেরপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জরুল কবীর রিপন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ বিন হাশেম, চন্দন প্রমুখ।

এলাকাবাসী জানান বর্তমান গোহাট প্রাঙ্গণের শিশু পাক করার জন্য উদ্বোধন করা হয়েছিল। সেখানে শিশু পার্ক না করে সুইপারদের কলোনি করা হচ্ছে। এই স্থানের পশ্চিম পাশে গোরস্থান, পূর্ব পাশে হাসপাতাল, উত্তর এবং দক্ষিণ দিকে মসজিদ রয়েছে। ঠিক তার মাঝখানে সুইপার কলোনি করা হচ্ছে।  এটি এই এলাকা বাসির জন্য দুঃখজনক।

বক্তারা, সিদ্ধান্তটি পরিবর্তন করার জন্য পৌর মেয়র দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে সমাবেশ পৌর এলাকার ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের নারী পুরুষ সহ সর্ব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।