মেহেরপুর নিউজ,০১ মে:
সুইড বাংলাদেশ পরিচালিত সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মেহেরপুরের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে মেহেরপুর কোর্ট পাড়াস্থ সুইড প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেনমেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য। এসময় বক্তব্য রাথেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান তুহিন, চ্যানেল আই প্রতিনিধি গোলাম মোস্থফা, অক্সফোর্ড কিন্ডার গার্টেনের পরিচালক জানে আলম, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, ক্রীড়া সংগঠক শাহিনুর রহমান রিটন, সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রেজাউল করিম, প্রধান শিক্ষক রুপালী খাতুন প্রমুখ। সভায় মোস্তাফিজুর রহমান তুহিনকে সভাপতি এবং শোয়েব রহমানকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী ১৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টার, জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন, কোষাধাক্ষ শাহিনুর রহমান রিটন, সাংগঠনিক,প্রচার ও ক্রীড়া সম্পাদক মাসুম জামান, কল্যান ও পুনর্বাসন সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য গোলাম মোস্তফা, ফজলুর রহমান, জামিলা তাহসিনা,শিউলি আক্তার,তোফাজ্জেল হক, মসলেম আলী ও রেজাউল করিম। এছাড়া মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্যকে প্রধান উপদেষ্টা করা হয়।
কমিটি গঠন শেষে পুনরায় আলোচনা ষভায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়কে সফল ভাবে পরিচালনা ও প্রতিবন্ধীদের পরিবেশ বান্ধব করে গড়ে তোলার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।