মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার ভোটারদের মধ্যে আমদহ ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার ভোটারদের নিজ এলাকায় ফেরত আনা সহ সীমানা পূনঃনির্ধারণ দাবিতে মিছিল, মানব বন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ৯ নম্বর ওয়ার্ড বাসিরা।
সোমবার দুপুরের দিকে এ মানববন্ধন, মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।দুপুরের দিকে ৯ নম্বর ওয়ার্ডের বিপুল পরিমাণ পুরুষ এবং মহিলারা মেহেরপুর স্টেডিয়াম সড়ক থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সেখানে মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিত উল্লেখ করা হয়, বিগত সরকারের আমলে ২০১৫ সালের নির্বাচন স্থগিত রেখে সুবিধাভোগের জন্য একটি কুচক্রী মহল মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। যার নং (১)৩৪৪১/২০১৫ ও ৩৪৪৪/২০১৫,(২)১০৮২৯/২০১৫। উক্ত রিট পিটিশন এর আলোকে ২০১৫ সালের ১১ নভেম্বর মহামান্য হাইকোর্ট আদেশ প্রদান করে নির্বাচনী স্থগিত করেন। ওই রায় প্রদানের ফলে ৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৮০০ ভোটার আমদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়। এসব ভোটার পরিবারের কোন কোনটিতে অর্ধেক ভোটার পৌরসভায় থেকে যায়। বাকি সংখ্যা আমদহে চলে যাই। ফলে একটি পরিবারের কিছু অংশ সদস্য ভোটার পৌরসভায় থাকে এবং কিছু অংশ ভোটার আমদহ ইউনিয়ন পরিষদের ভোটার অন্তর্ভুক্ত হয়। অথচ এইসব ভোটাররা দীর্ঘদিন যাবত পৌরকর, বিদ্যুৎ, পানিসহ সকল সেবা পৌরসভা থেকে ভোগ করছিল। এখনো ভোগ করে আসছে। নাগরিক অধিকার প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ নয় ফলে সীমানা পুনঃ নির্ধারণ করে ভোটারদের পৌরসভার ভোটার হিসেবে গণ্য করার আহ্বান জানান।