অন্যান্য

মেহেরপুরে সিদ্ধেশরী পূজা উদযাপিত

By মেহেরপুর নিউজ

May 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ মে: মেহেরপুর শ্রী শ্রী সিদ্বেশরী কালিমন্দিরে উদ্যোগে শুক্রবার দিনব্যাপী সিদ্বেশরী সংক্রান্ত পূজা উদযাপিত হয়েছে। পূজা উপলক্ষে মেহেরপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা মন্দিরে পূজা অর্চনা করে। এ সময় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সিদ্বেশরী পূজা উপলক্ষে দুপুরে মন্দিরের সামনের পাঠা বলিদেয়া হয়।