মেহেরপুর নিউজ,১৫ মে: মেহেরপুরে সিদ্বেশরী সংক্রান্ত পূজা উপলক্ষে শুভ পোল্ট্রি ফিডের উদ্যোগে অন্নপ্রসাদ, জল, বাতাসা ও পাখা বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে শুভ পোল্ট্রি ফিডের স্বত্তাধীকার শংকর কুমার উপস্থিত থেকে দু’শতাধীক ভক্তের মধ্যে হাতপাখা বিতরণ করেন ও মন্দিরে আগত সকল ভক্তদের মাঝে বাতাসা, অন্নপ্রসাদ বিতরণ করেন। এ সময় পোল্ট্রিফিডের প্রতিনিধি শুভ, প্রার্থনা প্রমুখ উপস্থিত ছিলেন।