মেহেরপুর নিউজ,২৬ মে: পক্ষাঘাতগ্রস্থদের পূণর্বাসন কেন্দ্র (সিআরপি)’র উদ্যোগে মেহেরপুরে ৩ পক্ষাঘাতগ্রস্থকে সহায়ক দ্রব্য ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সিআরপি’র কেন্দ্রীয় কার্যালয়ের অকুপেশনাল থেরাপিষ্ট মোঃ ইকবাল হোসেন ও মোঃ মহসিন উপস্থিত থেকে পক্ষাঘাতগ্রস্থ মেহেরপুরের টেঙার মাঠ (কাজী পাড়ার) তরিকুল ইসলাম, উজলপুরের জিয়ারুল ইসলাম, তেঁতুলবাড়ীয়ার শামীমা ও আমঝুপির সামিদুল ইসলামকে আর্থিক ও সহায়ক দ্রব্য প্রদান করা হয়।এ সময় সিআরপি’র প্রাক্তন স্বেচ্ছাসেবক আজিমুল হক উপস্থিত ছিলেন। এর আগে পক্ষাঘাতগ্রস্থ রোগীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার বিভিন্ন দিক আলোচনা করে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।