মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ আগস্ট:
মেহেরপুর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেহেরপুর জেলার চাষীদের সুষ্ঠ ব্যবস্থাপনায় চাহিদা অনুযায়ী সার ও বীজ বাজার জাত করনের মধ্য দিয়ে সঠিক সময়ে চাষীরা যাতে সার ও বীজ পায় সেই বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক দেলওয়ার হোসেন-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) হেমায়েত হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, মেহেরপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আমিনুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নুর উদ্দিন আবু আল-হালিম , বি এফ এ’র মেহেরপুর জেলা ইউনিটের সভাপতি হাফিজুর রহমান হাফি, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবউল আলম শান্তি প্রমুখ ।