মেহেরপুর নিউজ,২৬ এপ্রিল: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়ায় পিরোত্তর বড়পীরের দরবার শরিফ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে জেলাতরিকত ঐক্য পরিষদ। রোববার সকাল ১০ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, সাধু নাসির শেখ, শুকচাদ মন্ডল প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকির সালাউদ্দিন শাহ, এস এম তৌহিদ সরকার, মজনুল হক বাউল প্রমুখ। পরে ফকির সালাহউদ্দিন শাহকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট জেলা তরিকত ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: যুগ্ম সম্পাদক এস এম তৌহিদ সরকার, মজনুল হক বাউল, সদস্য পদে ফকির হারুন অর রশিদ, রেজাউল করিম, ফকির জয়নাল শাহ, শওকত আলী শাহ, নাসির উদ্দিন শাহ, হামিদ চিশতি।