মেহেরপুর নিউজ:
ফেনসিডিল রাখার অভিযোগে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ এক যুগ পর আদালতে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার বিকেলের দিকে সোহাগ মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল চতুর্থ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোহাগ কুষ্টিয়ার হরিশংকরপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। জানা গেছে ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর গাংনী থানার পুলিশ তাকে ফেনসিডিলসহ আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ১। গাংনী থানা। তারিখ ৩/৯/২০০৬। জি আর কেস নং ২৬৬/৬। এসটিসি নং ৮৫/৬।
পরে ২০৭ সালের ২৫ অক্টোবর সোহাগ দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদন্ড প্রদান করেন। সে থেকে সোহাগ পলাতক ছিল। এদিকে রায় ঘোষণা দীর্ঘ ১২ বছর পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন