বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে সাইন বোর্ড সর্বস্ব আঞ্চলিক পাসপোর্ট অফিস

By মেহেরপুর নিউজ

April 24, 2014

বিশেষ প্রতিবেদন গোলাম মোস্তফা,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ এপ্রিল:

বোর্ড ঝুললেও কিন্তু কোন কার্ষক্রম শুরু হয়নি আজো। যার ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে জেলাবাসী। পাসপোর্ট করার জন্য বর্তমানে মেহেরপুর বাসীকে কুষ্টিয়া অফিসে যেতে হচ্ছে। জরুরি বা সাধারন যেকোন পাসপোর্ট-এ সময় লাগছে এক থেকে দেড় মাস। কিন্তু মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু হলে ভোগান্তি কম সহ ১০ থেকে ১৫ দিনের ভিতরে পাসপোর্ট পাবে বলে মনে করে মেহেরপুরবাসী। তবে অফিস ষ্টাফরা প্রতি মাসে বেতন সঠিক সময়ে পাচ্ছেন। অফিসের বিল্ডিং পাহারা দেওয়া ছাড়া অফিসে কোন কাজ নেই নিয়োগকৃত ষ্টাফদের । সরেজমিনে অফিসে গিয়ে দেখে যায়, দুটি রুমে কয়েকটি টেবিল ও চেয়ার ছাড়া আর কোন মালামাল নেই। অফিসের দায়িত্বে থাকা উপ-সহকারী পরিচালক সরবেশ আলী জানান, ২০১৩ সালের মে মাসে ২৫ হাজার টাকা মাসিক ভাড়া হিসাবে এই বাড়িটি ভাড়া নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস করা হয়। মেশিনপত্র ও পাসপোর্ট তৈরি সরঞ্জাম না থাকায় আমাদের অফিসে কোন প্রকার কার্ষক্রম নেই। অফিসে শুধু ৮ জন লোকবল ছাড়া কোন মেশিন পত্র নেই। তিনি জানান, প্রতি মাসিক মিটিংয়ে ঢাকায় গিয়ে অফিসের কার্ষক্রম চালুর জন্য বলা হলে উর্দ্ধতন কর্তৃপক্ষ বলেন এই মাসেই চালু হয়ে যাবে। বর্তমানে অফিসে উপ-সহকারী পরিচালক সহ ৮জন ষ্টাফ রয়েছেন আর খালী রয়েছে একটি পদ। এরা হলেন,উপ-সহকারী পরিচালক, সহকারী হিসাব রক্ষক ১জন, অফিস সহকারী ২ জন, ডাটা এ্যান্টি অপারেটর ১জন, এল.এম.এস. ১জন, নাইটগার্ড ১জন ও সুইপার ১জন । ভুক্তভোগীরা জানান, ১ বছর ধরে এই অফিসের শুধু সাইনবোর্ড দেখছি কোন কার্ষক্রম দেখিনা। বর্তমানে পাসপোর্ট বই করার জন্য কুষ্টিয়া অফিসে যেতে হয়। যার জন্য অতিরিক্ত টাকা ব্যায় সহ দালালদের খপ্পরে পড়ে দিনের পর দিন ঘুরতে হয়। সরকারের কাছে মেহেরপুরবাসীর দাবী জরুরি ভিত্তিতে আঞ্চলিক পাসপোর্ট অফিসটি চালু করা হোক।