মেহেরপুর নিউজ,২৮ অক্টোবর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার সরকারী লাইব্রেরীয়ান ও শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আকতারী মমতাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, প্রত্নতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, গনগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) খাইরুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) মো: শাহীনুজ্জামান, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার তানভির রহমান প্রমুখ। এর আগে বিকালে সচিব মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌছালে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সচিব সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি ও মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন।