বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে সাংবাদিকদের মানব বন্ধন

By মেহেরপুর নিউজ

December 29, 2024

 মেহেরপুর নিউজ:

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ চারজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা। রবিবার সকাল ১১ টায় মেহেরপু জেলা প্রশাসক কার্যলয়ের সামনে সাংবাদিক সমাজের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দৈনিক জনবানী পত্রিকার মেহেরপুর প্রতিনিধি রাশেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন ও গ্লোবাল টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোটার রাশেদুল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহান, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি রাব্বি আহম্মেদ, সাজিবুল ইসলাম, শেরখান,সুমন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর রহমান হোসেনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সমাজের দর্পণ সাংবাদিকদের উপর এই জঘন্যতম হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। এ ধরনের দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা কেউ ঘটানোর সাহস না করে।