মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মত বিনিময় সভা মেহেরপুরে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এফসিডিও’র উদ্যোগে মেহেরপুরের সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং পিএপজির পিস এম্বাসেডর মাওলানা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে পিএফজির সমন্বয়কারী মুজাহিদ আল মুন্নার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং পিএফজির পিস অ্যাম্বাসেডর আজমল হোসেন মিন্টু, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং পিস অ্যাম্বাসেডর সাইয়েদাতুন্নেছা নয়ন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব এরশাদ আলী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইস্কান্দার মাহমুদ ইকবাল, স্থানীয় রাজনৈতিক নেতা আব্দুল কুদ্দুস, আনোয়ারুল মোল্লা প্রমুখ।