মেহেরপুর নিউজ:
ইলিশের মৌসুমে মেহেরপুরের বাজারে ইলিশ মাছের আকাল। খুচরা বাজারে সামান্য পরিমাণ ইলিশ মাছের দেখা মিললেও দাম হাঁকা হচ্ছে সর্বোচ্চ ২ হাজার টাকা কেজি। সর্বকালের রেকর্ড ভেঙ্গে ২ হাজার টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে শুনলে অবাক লাগলেও বাস্তবে সেটাই হচ্ছে এখন।
শনিবার মেহেরপুর শহরে মাছের আড়ত ঘুরে কোন ইলিশ মাছ পাওয়া যায়নি। তবে খুচরা বাজারে স্বল্প পরিমাণ ইলিশ মাছ দেখা মিললেও সর্বোচ্চ দুই হাজার টাকা কেজি দাম হাঁকানো হয়েছে। দেড় কেজি ওজনের ইলিশ মাছ সচরাচর দেখা না মিললেও ২ হাজার টাকা কেজিতে মাছ বিক্রি করতে দেখা গেছে। একই ব্যবসায়ীর কাছে ৭শ গ্রাম থেকে ৮ গ্রাম মাছ ৯ শ টাকা কেজি দরে দাম হাতে দেখা গেছে।
ইলিশ মাছ আমদানি কারক মাছ ব্যবসায়ী অনন্ত হালদার জানান, ২-৩ দিন পূর্বে ৫শ গ্রাম ইলিশ মাছ কিছুটা এসেছিল। সেগুলো বিক্রি করেছে ৭শ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তিনি বলেন, মাছ আমদানি হলে দাম কিছুটা হয়তো কমতে পারে।