আইন-আদালত

মেহেরপুরে সরকারী নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

By মেহেরপুর নিউজ

June 15, 2020

মেহেরপুর নিউজ:

সরকারী নির্দেশ অমান্য করে বিকেল ৪টার পর দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করায় মেহেরপুরের ২ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ ৬ জনের নিকট থেকে ১ হাজার ৮ শ টাকা ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার বিকেলের দিকে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত’র নেতৃত্বে মেহেরপুর শহরের বড় বাজার, কাথুলী রোড ও হোটেল বাজারে বিকাল ৪ টার পর দোকান খোলা রাখার দায়ে ২ দোকানদারকে দন্ডবিধি,১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

এদিকে একই দিনে স্বাস্থ্য বিধি না মেনে বাইরে চলাচল করায় সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ (খ) ধারা ৬ জনের নিকট থেকে ৩ শ টাকা অর্থদণ্ড করা হয়।